নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে