নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বাড়ির মালিক ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হাকিমকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ‘আবুল খায়ের’ নামের একটি ভবনে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আটক দুজন হলেন মো. আকাশ ও বায়েজিদ। তাঁদের মধ্যে আকাশ ওই বাসার গৃহকর্মী হিসেবে কাজ করেন। বায়েজিদও ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তিনি চাকরি ছেড়েছেন।
স্থানীয় সূত্র বলেছে, ভবনটির মালিক লোকমান হাকিম শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের জামাতা। গত ৫ আগস্টের পর আন্দোলনের মুখে তাঁকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আহত লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুষ্কৃতকারীরা ওই বাসার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে। পরিবারের জিম্মি সদস্যদের উদ্ধারের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ডাকাতদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে আরেকজনকে ধরা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটিতে অংশ নেওয়া একজন যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে ডাকাত দল ওই ভবনে প্রবেশ করে। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা দুপুর ১২টার পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। একপর্যায়ে তিন ডাকাত ওই ভবন থেকে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে আসে। বেলা সোয়া ২টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন। জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে