Ajker Patrika

৬ তারিখের মধ্যে আমাকে ও আমার ছেলেকে হত্যা করা হবে: কাদের মির্জা

প্রতিনিধি
৬ তারিখের মধ্যে আমাকে ও আমার ছেলেকে হত্যা করা হবে: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): এবার নিজের ও ছেলের প্রাণশঙ্কা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ওই স্ট্যাটাসে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই থেকে নির্দেশনা দিয়ে ৬ মের মধ্যে তাঁকে ও তাঁর ছেলেকে খুন করাবেন।

আজ সোমবার দুপুর ২টা ৩৩মিনিটের সময় কাদের মির্জার দেওয়া এ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা লিখেছেন, 'একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তানকে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতিমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩টি AK 47 ক্রয় করা হয়েছে। আমি সত্যের পথে আছি থাকবো, সাহস করে সত্য কথা বলে যাবো। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না, আমি অন্যায়ের কাছে মাথা নত করবো ন।'

তবে কাদের মির্জার এ স্ট্যাটাস বিষয়ে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করায় তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে তরুণ সাংবাদিকসহ দুজন নিহত ও শতাধিক আহত হয়েছে। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের ঘটনায় মামলা পাল্টা-মামলায় অনেক নেতা-কর্মী এখনও জেল হাজতে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত