Ajker Patrika

ছেলের জীবন বাঁচাতে বৃদ্ধ বাবার কিডনি দান 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছেলের জীবন বাঁচাতে বৃদ্ধ বাবার কিডনি দান 

এক বছর আগে কলেজছাত্র মো. লিয়াকত আলীর (২০) দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ছেলের দুরারোগ্য ব্যাধির কথা জানতে পেরে মা-বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নানা চেষ্টার পরও ছেলেকে সুস্থ করতে পরেননি তাঁরা। অবশেষে ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন ষাট বছরের বৃদ্ধ বাবা জবুর আহমেদ। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা জবুর আহমেদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরিবারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট লিয়াকত। বৃদ্ধ বয়সের শেষ সম্বল দিয়ে গত এক বছর ধরে ছেলে লিয়াকতের চিকিৎসা ও ডায়ালাইসিস চালান তিনি। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। সর্বশেষ চিকিৎসক জানান তাঁকে বাঁচাতে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। অবশেষে বাবা জবুর আহমেদ সন্তানকে বাঁচাতে তাঁর শরীরের একটি কিডনি দেওয়ার জন্য মনস্থির করেন। 

গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় লীয়াকতের। এর তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন তাঁরা। সেখানেই কিডনি প্রতিস্থাপনের পর বাবা ও ছেলেকে আইসিইউতে রাখা হয়। এখনো তারা সেখানেই চিকিৎসাধীন। 

হাসপাতালের চিকিৎসকেরা জানান, অপারেশন পরবর্তী ১৫ দিন হাসপাতালেই থাকতে হবে তাঁদের। আগামী ৩ মাস ঢাকায় থেকে নিয়মিত চেকআপ করাতে হবে। 

লিয়াকত আলীর ভাই মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বাবা লিয়াকতের জন্য কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিডনি দেওয়ার জন্য তিনি সাহসীও ছিলেন। পরে পরিবারের সব সদস্য তাঁকে সমর্থন করি। লিয়াকতের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন। অপারেশনের জন্য সিরিয়াল পাচ্ছিলাম না। এখানেও সহযোগিতা করেন সংসদ সদস্য।’ 

এদিকে বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি উপেক্ষা করে ছেলেকে নিজের কিডনি দান করার মতো ত্যাগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন। তাঁরা বলেন, এটি শুধু ছেলেকে বাবার কিডনি দেওয়া নয়, বর্তমান যুগে একটি অনন্য নজির। যা আমাদের এই সমাজে বাবা, সন্তান ও পরিবারের মধ্যে উদাহরণ হয়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত