Ajker Patrika

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাইদচকিয়া গ্রামের পূর্ব-বড়ুয়া পাড়া নিরোধ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তিন্ময় বড়ুয়া শুভ্র (আড়াই বছর) রুপেশ বড়ুয়া এবং সার্থক বড়ুয়া (সাড়ে তিন বছর) সুমন বড়ুয়ার ছেলে। তারা দুজনই আপন চাচাত জেঠাত ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার দিকে পরিবারের সদস্যরা তাদের দুজনকে খুঁজে না পেয়ে পার্শ্ববর্তী পুকুরে দেখতে যায়। সেখানে পুকুরের পানিতে দুজনকে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন স্বপন বলেন, ‘ শুনেছি একই পরিবারের দুই সন্তানের পানি ডুবে মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত