Ajker Patrika

গোডাউনে ৬০ ড্রামে সয়াবিন তেল, ব্যবসায়ীকে কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ২০: ৫৯
গোডাউনে ৬০ ড্রামে সয়াবিন তেল, ব্যবসায়ীকে কারাদণ্ড

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে নিউ আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গোডাউন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এ সময় অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০ ড্রামে সয়াবিন তেল অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন স্টোরের অভিযোগের সত্যতা পাই। তিনি অতিরিক্ত মজুত করে রেখেছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত