চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে আহমদ হোসেন (৫৫) নামের এক কৃষককে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর তারাবইন্যা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষককে অপহরণের শিকার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে কাঞ্চনাবাদ রাহাত আলী তালুকদার বাড়ির আহমদ হোসেন, মুন্সি মিয়াসহ কয়েকজন পাহাড়ে কাঠ কাটতে যান। পাহাড়ি দুর্বৃত্তরা তাঁদেরকে আটক করতে চেষ্টা করলে মুন্সি মিয়াসহ আরেকজন দৌড়ে পালিয়ে যান। কিন্তু আহমদ হোসেন দাঁড়িয়ে থাকলে দুর্বৃত্তরা তাঁকে আটক করে রাখে।
অপহরণকারীরা মোবাইল ফোনে আহমদ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা আজ বিকেলে দিলে আহমদ হোসেন মুক্তি পান বলে জানান স্থানীয়রা।
জোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন বলেন, পাহাড়ি দুর্বৃত্তরা শনিবার সকালে কয়েজন কৃষককে ধাওয়া করে। দুজন দৌড়ে পালাতে পারলেও একজনকে তারা ধরে নিয়ে যায়। আজ বিকেলে ৫০ হাজার টাকা মুক্তিপণে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ওসি ইমরান আল হোসাইন বলেন, আহমদ হোসেনকে অপহরণের বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দেননি। তিনি আরও বলেন, আজ বিকেলে আরও চারজন কৃষককে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাঁদের কারও নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। তাঁদের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।
চট্টগ্রামের চন্দনাইশে আহমদ হোসেন (৫৫) নামের এক কৃষককে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর তারাবইন্যা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষককে অপহরণের শিকার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে কাঞ্চনাবাদ রাহাত আলী তালুকদার বাড়ির আহমদ হোসেন, মুন্সি মিয়াসহ কয়েকজন পাহাড়ে কাঠ কাটতে যান। পাহাড়ি দুর্বৃত্তরা তাঁদেরকে আটক করতে চেষ্টা করলে মুন্সি মিয়াসহ আরেকজন দৌড়ে পালিয়ে যান। কিন্তু আহমদ হোসেন দাঁড়িয়ে থাকলে দুর্বৃত্তরা তাঁকে আটক করে রাখে।
অপহরণকারীরা মোবাইল ফোনে আহমদ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা আজ বিকেলে দিলে আহমদ হোসেন মুক্তি পান বলে জানান স্থানীয়রা।
জোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন বলেন, পাহাড়ি দুর্বৃত্তরা শনিবার সকালে কয়েজন কৃষককে ধাওয়া করে। দুজন দৌড়ে পালাতে পারলেও একজনকে তারা ধরে নিয়ে যায়। আজ বিকেলে ৫০ হাজার টাকা মুক্তিপণে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ওসি ইমরান আল হোসাইন বলেন, আহমদ হোসেনকে অপহরণের বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দেননি। তিনি আরও বলেন, আজ বিকেলে আরও চারজন কৃষককে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাঁদের কারও নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। তাঁদের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে