Ajker Patrika

বান্দরবানে রাবারবাগান থেকে ফের ২৬ শ্রমিক অপহরণ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৬
ফাইল ছবি
ফাইল ছবি

বান্দরবানের লামায় রাবারবাগান থেকে আবারও ২৬ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবারবাগান থেকে তাঁদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তাঁরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অপহৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে অপহৃত শ্রমিকদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান তাঁরা।

জানা যায়, সকালে গয়ালমারা রাবারবাগান এলাকায় বাগানের কাজ করতে যান ২২ শ্রমিক। সেখান থেকে আজ দুপুরে সশস্ত্র একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তবে তারা পাহাড়ের কোন সশস্ত্র সংগঠনের সদস্য তা জানা যায়নি। ঘটনার পর খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী।

বান্দরবানের লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, কয়েকটি রবারবাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী হতে পারে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ‘অপহরণের বিষয়ে শুনেছি, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত