Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবৈধ সম্পদ অর্জন: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা 

জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৪৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রাম বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসাইন ও তার স্ত্রী ফয়জুন নেছা হোসাইনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

অভিযুক্ত দম্পতি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর আলী মিয়া সাব রেজিস্ট্রার বাড়ি এলাকায় বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স আকর্স ট্রেডিং কোম্পানি ইউনিশীপ ইন্টারন্যাশনাল এবং মেসার্স মাউ সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের মালিক এম ইউ এম আবুল হোসাইনের বিরুদ্ধে সাত কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার দায়ে এ মামলা করা হয়েছে।

অন্যদিকে, মেসার্স এন এফ ট্রেডিং এবং ইউনিশীপ ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক ফয়জুন নেছা হোসাইনের বিরুদ্ধে ৯৯ লাখ ৪ হাজার ৪৩০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

এই বিষয়ে মামলার বাদী দুদক কর্মকর্তা মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, উল্লিখিত আসামিদের বিরুদ্ধে দায়ের করা এজাহারে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত