Ajker Patrika

প্রার্থিতা প্রত্যাহার না করায় হামলা ও মারধরের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ২৬
প্রার্থিতা প্রত্যাহার না করায় হামলা ও মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।

গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।’

অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, ‘কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।’ 

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত