রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।
গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।’
অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, ‘কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।’
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জাফর আহাম্মদ চৌকিদারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে।
গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সদস্য প্রার্থী তাজল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাফর আহাম্মদ চৌকিদার ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে যাই। বুধবার রাত প্রায় ১০টার দিকে আমার ভাই মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলে। এ ছাড়া হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়।’
অভিযোগের বিষয়ে জাফর আহাম্মদ চৌকিদার বলেন, ‘কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাঁকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি।’
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিমুল বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২৮ নভেম্বর রায়পুরের ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৭ মিনিট আগে