Ajker Patrika

ছড়ার পাড় ভাঙনে ধসে গেছে সড়ক, দুর্ভোগে গ্রামবাসী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১০: ৪৬
ছড়ার পাড় ভাঙনে ধসে গেছে সড়ক, দুর্ভোগে গ্রামবাসী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির দক্ষিণ মিলনপুরে ছড়ার পাড় ভাঙনে যাতায়াতের একমাত্র সড়কটি ধসে পড়েছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কবাখালী ইউপির দক্ষিণ মিলনপুরের রাস্তাটির ৮০ শতাংশ ভেঙে ছড়ায় পড়েছে। এতে করে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি কোনো কাজে যানবাহন ব্যবহার করা যাচ্ছে না। ফলে দুর্ভোগে সেখানকার শতাধিক পরিবার। এ ছাড়া এই ছড়ার পাশ দিয়ে যাওয়া সড়কটি বেশ কয়েকটি স্থানে ভেঙে রয়েছে।

এদিকে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ার ফলে দুর্ভোগে স্কুল-মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এই সড়ক দিয়ে উপজেলার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের বহু শিক্ষার্থী এই পথ ধরে যাওয়া-আসা করে থাকে।

জান্নাতুল নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলছে, ‘সড়কটি ভেঙে যাওয়া এখন যানবাহন চলাচল করতে পারে না। এ জন্য আমাদের বিদ্যালয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। না হলে আমাদের বাড়ি থেকে অনেক সময় নিয়ে বের হতে হয়, এতে আমাদের সময় নষ্ট হয়। এটি দ্রুত ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’

দক্ষিণ মিলনপুর গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম (৪০) বলেন, ‘দক্ষিণ মিলনপুর সড়কটি অন্তত ১৫ ফুট প্রশস্ত ছিল। কবাখালী ছড়ার ভাঙনে রাস্তাটি এখন মাত্র তিন থেকে চার ফুট হয়েছে। এর মধ্যে সড়কের ওপরে গাছের পাটাতন ব্যবহার করে চলাচল করছে মানুষ।’

এ বিষয়ে ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘কবাখালী ইউপির মধ্যে দিয়ে যে ছড়াটি মাইনী নদীতে মিলিত হয়েছে, সেই ছড়ার ভাঙনে কবাখালী দক্ষিণ মিলনপুর সড়কটি ধসে পড়ছে। এতে সেখানকার বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্নিত হচ্ছে। ভাঙন ঠেকাতে সেখানে বড় আকারে গাইড ওয়াল দরকার। মেরামতে ৭ থেকে ১০ লাখ টাকা দরকার। এই পরিমাণ টাকা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যয় করা সম্ভব না। আমরা দেড়-দুই লাখ টাকার ওপরে বরাদ্দ পাই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনজর দেওয়ার অনুরোধ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত