Ajker Patrika

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৫, ১৫: ৪২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তাঁরা সবাই টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, চার জেলে ড্রামের ভেলায় করে দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সময় আরও কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

স্থানীয় জেলে শফিউল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, নাফ নদী থেকে যাখন-তখন আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যাচ্ছেন। এ কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। আজ বৃহস্পতিবারও চার জেলেকে ধরে নিয়ে গেল।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত