Ajker Patrika

কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত 

কুমিল্লায় কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশ কাঁদানে গ্যাস ও কয়েকশ ফাঁকা গুলি ছুড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয়। বেলা ১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকাগুলি ছুড়ে। 

এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইট, পাথর নিক্ষেপ করতে থাকেন। ঘণ্টাব্যাপী দাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ কাঁদানে গ্যাস ও কয়েকশ ফাঁকাগুলি ছুড়ে। এ সময় প্রায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। পাল্টাপাল্টি ধাওয়ায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে কিছুটা পিছু হটলেও পুনরায় মহাসড়ক দখলে নেয়। দুপুর আড়াইটা পর্যন্ত পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে। ছবি: সংগৃহীতএদিকে শহর ও বিভিন্ন স্থান থেকে কোটা আন্দোলনকারীরা কোটবাড়ি অভিমুখে রওনা করলে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা পথে বাধা দিয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। এদিকে কোটবাড়ি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ ও মোবাইল ইন্টারনেটসেবা বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত