চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ৫ ভাইয়ের পর এবার হাসপাতাল থেকে আরেক ভাইয়ের মরদেহ নেওয়া হল শ্মশানে। পথে মালুমঘাটস্থ মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে ছেলে রক্তিম সুশীলকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন তাঁর মা মৃনালিণী সুশীল মানু।
আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। এ সময় ছেলের মরদেহ দেখেই মূর্ছা যান তিনি। কান্নায় ভেঙে পড়েন রক্তিমের বোন মুন্নী ও ছোট ভাই প্লাবনসহ এলাকাবাসী। সে মুহূর্তে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে সেখান থেকেই রক্তিমের মরদেহ সৎকারের উদ্দেশ্যে নেওয়া হয় শ্মশানে।
এদিকে জ্ঞান হারানো মৃণালিনীকে ছোট ছেলে প্লাবনসহ চারজন কোলে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে আরও এক সন্তান হারানোর শোকে কাতর হয়ে সকাল থেকে মৃণালিনী কারও সঙ্গে কথা বলেননি।
এ সময় বোন মুন্নী সুশীল আহাজারি করতে থাকেন। ‘ভাইরে আমাদের ফেলে তুইও চলে গেলি। হে ভগবান! আমাদের কী অপরাধ ছিল। এভাবে ছয় ভাইকে কেন কেড়ে নিল’ বলে বিলাপ করতে থাকেন মুন্নী।
নিকট আত্মীয় লিটন শর্মা বলেন, ‘রাত সোয়া নয়টার দিকে লাশ পৌঁছেছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাতেই ডুলাহাজারা কেন্দ্রীয় মহাশ্মশানে রক্তিমের শেষকৃত্য করা হবে।’
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীল মারা যান। ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় সুরেশ চন্দ্র সুশীলের সাত ছেলে ও দুই মেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বাজারে অদূরে নার্সারি গেট এলাকার সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া একটি পিকআপ তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার ভাই ও রক্তিমসহ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন নিহত হন।
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ৫ ভাইয়ের পর এবার হাসপাতাল থেকে আরেক ভাইয়ের মরদেহ নেওয়া হল শ্মশানে। পথে মালুমঘাটস্থ মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে ছেলে রক্তিম সুশীলকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন তাঁর মা মৃনালিণী সুশীল মানু।
আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম থেকে রক্তিমের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। এ সময় ছেলের মরদেহ দেখেই মূর্ছা যান তিনি। কান্নায় ভেঙে পড়েন রক্তিমের বোন মুন্নী ও ছোট ভাই প্লাবনসহ এলাকাবাসী। সে মুহূর্তে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে সেখান থেকেই রক্তিমের মরদেহ সৎকারের উদ্দেশ্যে নেওয়া হয় শ্মশানে।
এদিকে জ্ঞান হারানো মৃণালিনীকে ছোট ছেলে প্লাবনসহ চারজন কোলে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে আরও এক সন্তান হারানোর শোকে কাতর হয়ে সকাল থেকে মৃণালিনী কারও সঙ্গে কথা বলেননি।
এ সময় বোন মুন্নী সুশীল আহাজারি করতে থাকেন। ‘ভাইরে আমাদের ফেলে তুইও চলে গেলি। হে ভগবান! আমাদের কী অপরাধ ছিল। এভাবে ছয় ভাইকে কেন কেড়ে নিল’ বলে বিলাপ করতে থাকেন মুন্নী।
নিকট আত্মীয় লিটন শর্মা বলেন, ‘রাত সোয়া নয়টার দিকে লাশ পৌঁছেছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাতেই ডুলাহাজারা কেন্দ্রীয় মহাশ্মশানে রক্তিমের শেষকৃত্য করা হবে।’
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীল মারা যান। ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় সুরেশ চন্দ্র সুশীলের সাত ছেলে ও দুই মেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বাজারে অদূরে নার্সারি গেট এলাকার সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া একটি পিকআপ তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার ভাই ও রক্তিমসহ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন নিহত হন।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
২ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
২ ঘণ্টা আগে