চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক বছরে সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যায় ৪৫ নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এ সকল ঘটনায় থানা ও হাইওয়ে পুলিশে পৃথকভাবে ৪৪টি মামলা রুজু করা হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, চৌদ্দগ্রামে মোট জনসংখ্যা ৫ লাখ। গত এক বছরে সেখানে ১৬ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। জনসংখ্যার অনুপাতে আত্মহত্যা প্রবণতার হার প্রতি লাখে ৩ দশমিক ২ ভাগ। তার মধ্যে পুরুষ ১ দশমিক ২ ও নারী ২ ভাগ। আত্মহত্যা করা অধিকাংশের বয়সই ২৭-৩৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে বেশির ভাগই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।
অপরদিকে, উপজেলার ৪৪ কিলোমিটার মহাসড়কে গত এক বছরে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৯ নারী-পুরুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ৪ জন ও পুরুষ ২৫ জন রয়েছেন। জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হার প্রতি লাখে ৫ দশমিক ৮ ভাগ। তার মধ্যে পুরুষ ৫ ও মহিলা ০ দশমিক ৮ ভাগ।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়, দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পথচারীরা রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় এ সকল দুর্ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শিব প্রসাদ দাস গুপ্ত বলেন, চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪৫ নারী-পুরুষের মৃত্যুর ঘটনাটি সত্যিই উদ্বেগের। সরকার মহাসড়কে নিরাপদে পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ তৈরি করে দিয়েছেন। আমরা যদি ব্রিজগুলো ব্যবহার করি তাহলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।
আত্মহত্যার সম্পর্কে অধ্যক্ষ বলেন, সমাজের মানুষজন সচেতন হলেই আত্মহত্যার প্রবণতা বন্ধ হবে। এ জন্য আমাদের আরও সচেতন হতে হবে। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসলে এর সুফল মানুষ ভোগ করবে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি এ থানায় সদ্য যোগদান করেছি। এরই মধ্যে মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ জেল ও জরিমানা করেছে। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পুলিশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এ জন্য জনসাধারণ ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আত্মহত্যা সম্পর্কে বলেন, উন্নত বিশ্বের মধ্যে জাপানে আত্মহত্যার প্রবণতা বেশি। আমাদের দেশেও আত্মহত্যার প্রবণতা আছে। অধিকাংশ আত্মহত্যা পারিবারিক কলহের কারণে ঘটছে।
ওসি আরও বলেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি পারিবারিক কলহগুলো মীমাংসা করে তাহলে সমাজ থেকে আত্মহত্যার প্রবণতা বন্ধ হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক বছরে সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যায় ৪৫ নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এ সকল ঘটনায় থানা ও হাইওয়ে পুলিশে পৃথকভাবে ৪৪টি মামলা রুজু করা হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, চৌদ্দগ্রামে মোট জনসংখ্যা ৫ লাখ। গত এক বছরে সেখানে ১৬ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। জনসংখ্যার অনুপাতে আত্মহত্যা প্রবণতার হার প্রতি লাখে ৩ দশমিক ২ ভাগ। তার মধ্যে পুরুষ ১ দশমিক ২ ও নারী ২ ভাগ। আত্মহত্যা করা অধিকাংশের বয়সই ২৭-৩৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে বেশির ভাগই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।
অপরদিকে, উপজেলার ৪৪ কিলোমিটার মহাসড়কে গত এক বছরে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৯ নারী-পুরুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ৪ জন ও পুরুষ ২৫ জন রয়েছেন। জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হার প্রতি লাখে ৫ দশমিক ৮ ভাগ। তার মধ্যে পুরুষ ৫ ও মহিলা ০ দশমিক ৮ ভাগ।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়, দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পথচারীরা রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় এ সকল দুর্ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শিব প্রসাদ দাস গুপ্ত বলেন, চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪৫ নারী-পুরুষের মৃত্যুর ঘটনাটি সত্যিই উদ্বেগের। সরকার মহাসড়কে নিরাপদে পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ তৈরি করে দিয়েছেন। আমরা যদি ব্রিজগুলো ব্যবহার করি তাহলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।
আত্মহত্যার সম্পর্কে অধ্যক্ষ বলেন, সমাজের মানুষজন সচেতন হলেই আত্মহত্যার প্রবণতা বন্ধ হবে। এ জন্য আমাদের আরও সচেতন হতে হবে। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসলে এর সুফল মানুষ ভোগ করবে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি এ থানায় সদ্য যোগদান করেছি। এরই মধ্যে মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ জেল ও জরিমানা করেছে। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পুলিশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এ জন্য জনসাধারণ ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আত্মহত্যা সম্পর্কে বলেন, উন্নত বিশ্বের মধ্যে জাপানে আত্মহত্যার প্রবণতা বেশি। আমাদের দেশেও আত্মহত্যার প্রবণতা আছে। অধিকাংশ আত্মহত্যা পারিবারিক কলহের কারণে ঘটছে।
ওসি আরও বলেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি পারিবারিক কলহগুলো মীমাংসা করে তাহলে সমাজ থেকে আত্মহত্যার প্রবণতা বন্ধ হবে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে