Ajker Patrika

লামায় রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক রোহিঙ্গা শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি
লামায় রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক রোহিঙ্গা শিশু নিহত

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা শিশুর দায়ের কোপে সাদিয়া মনি (৬) নামে আরেক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া মনি উপজেলার বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে। তাকে আঘাত করা শিশুটি (১৩) একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি ঘর থেকে খেলতে বের হয়। খেলাচ্ছলে পাশের বাড়ির শিশুটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে দা দিয়ে কোপ দেয়। তাতে ঘটনাস্থলেই সাদিয়া মনির মৃত্যু হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর উপজেলার ফাইতং ইউনিয়নে টাকার হিসাব নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আপ্রু ছিং মারমা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঘটনার পর আঘাত করা শিশুটিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, আটক করা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা উভয়ে রোহিঙ্গা শিশু। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত