কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলা এবং টাকা আদায়ের জন্য বিএনপি নেতার চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষক দল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
পরদিন রোববার (২৯ জুন) নিহতের স্ত্রী রেহেনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা এবং মাইজখার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
রুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন রুবেল।’
মৃত্যুর আগে রুবেল তাঁর মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বলেন, ‘হানিফ ভাই টাকার জন্য আমার নামে মামলা দিয়েছে। ফোন করে আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে মামলা করতে বলে। রাজি না হওয়ায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সহায়তা পাইনি। এ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয়দের ভাষ্য, টাকা আদায়ে মামলার পর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন রুবেল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষ পান করেন তিনি। প্রথমে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, ‘মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ তিনজন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখেননি, তাই মামলা করেছি। আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দিতে চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।’
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘মামলার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’
কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলা এবং টাকা আদায়ের জন্য বিএনপি নেতার চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষক দল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
পরদিন রোববার (২৯ জুন) নিহতের স্ত্রী রেহেনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা এবং মাইজখার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
রুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন রুবেল।’
মৃত্যুর আগে রুবেল তাঁর মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বলেন, ‘হানিফ ভাই টাকার জন্য আমার নামে মামলা দিয়েছে। ফোন করে আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে মামলা করতে বলে। রাজি না হওয়ায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সহায়তা পাইনি। এ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয়দের ভাষ্য, টাকা আদায়ে মামলার পর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন রুবেল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষ পান করেন তিনি। প্রথমে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, ‘মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ তিনজন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখেননি, তাই মামলা করেছি। আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দিতে চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।’
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘মামলার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে