Ajker Patrika

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত সরকারি সার বহনকারী জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত সরকারি সার বহনকারী জাহাজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০ মেট্রিকটন সরকারি সার বহনকারী লাইটার জাহাজ সালসাবিল-১। গত সোমবার বাঘাবাড়ী যাওয়া পথে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাধবচর ঘাটে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিসিআসির আমদানিকৃত সরকারি সার মনিটরিং কমিটির সভাপতি ও বিসিআইসির মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. সরোয়ার জাহান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘বহির্নোঙরে থাকা বাংলার জয়জাত্রা বড় জাহাজ থেকে বাঘাবাড়ি যাওয়ার পথে লাইটার জাহাজ সালসাবিল-১ দুর্ঘটনার কবলে পড়ে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছি সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণে আগ্রাবাদের মেক্সন ইন্সপেকশন কো. নামের সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। মনিটরিং কমিটির দুই সদস্যসহ দুর্ঘটনা কবলিত জাহাজ পরিদর্শনে যাব।’

বিসিআইসি সূত্র জানায়, দেশীয় মালিকানাধীন জাহাজ বাংলার জয়জাত্রার মাধ্যমে প্রায় ৩৩ হাজার মেট্রিকটন সরকারি খাতে কেনা ইউরিয়া সার কাতার চট্টগ্রামে আসে। চলতি মাসে ১০ অক্টোবর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে এবং কাস্টমস ও বন্দরের শুল্ককরাদি পরিশোধ করে ১৩ অক্টোবর থেকে সার খালাস শুরু হয়। এই জাহাজ থেকে ৭ হাজার মেট্রিকটন সার ৯টি লাইটার জাহাজে বাঘাবাড়ী যাওয়ার কথা। 

সার পরিবহনকারী ঠিকাদার কুষ্টিয়া ট্রেডিংয়ের পরিচালক সরৎ শাহা বলেন, ‘আমাদের একটি সারবাহী জাহাজ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে। বিষয়টি বিসিআইসি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত