Ajker Patrika

যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে ২ রঙের ইজিবাইক

চাঁদপুর প্রতিনিধি
ইজিবাইক রং করার কাজ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
ইজিবাইক রং করার কাজ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী অটোরিকশা (ইজিবাইক) জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং হবে সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ির সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আজ বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বেজোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকেরা।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে পৌর এলাকায় ইজিবাইকচালক ও মালিকদের উদ্দেশে মাইকে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।

শহরের ওয়্যারলেস এলাকার ইজিবাইকচালক মজিবুর রহমান ও পুরান বাজারের সোলাইমান মিয়া বলেন, ‘যানজট নিরসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বেজোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।

ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মো. গোলাম জাকারিয়া বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত