Ajker Patrika

ফেসবুক কমেন্ট ঘিরে সংঘর্ষে বিএনপি ও জামায়াত, আহত ২০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের ঘটনায় ফেসবুকে পুরোনো পোস্টে নতুন করে কমেন্টের জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় ভাঙচুর করা হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর। গত সোমবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। একই ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জামায়াতের সমর্থক মো. তারেক চৌধুরীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। ১৩ মার্চ সেই ঘটনা মনে করে দিয়ে ফেসবুক ওয়ালে পুরোনো পোস্টটি ভেসে উঠলে একই এলাকার যুবদলের কর্মী হৃদয় এতে কমেন্ট করেন।

এ ঘটনার জেরে ১৬ মার্চ হৃদয়কে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মারধর করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ১৭ মার্চ রাতে একটি সালিসের আহ্বান করা হয়। সভায় উভয় পক্ষের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত হন। কিন্তু সালিস শুরু হওয়ার আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, ‘ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। বিএনপি পূর্বপরিকল্পনা করে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। এতে হানিফ, জাহিদ, সাকিল, কুসুম, শরীফ, নাছিরসহ আমাদের ১০ কর্মী আহত হয়। এ ছাড়া আমাদের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘জামায়াত পূর্বপরিকল্পনা করে আমাদের নিরীহ নেতা-কর্মীদের হামলা চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। শেষ চেষ্টার অংশ হিসেবে সোমবার রাতে আমাদের কর্মীদের ওপর জামায়াত হামলা করে এবং বাড়িঘর ভাঙচুর করে। এতে সবুজ, নাহিদ, রিসাদ, বাবলু গুরুতর আহতসহ ১০ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি।’

ওসি হিলাল উদ্দিন বলেন, ‘হৃদয় ও তারেক প্রতিবেশী। ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষটি রাজনৈতিক রূপ নিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আমরা এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় উপজেলা জামায়াতের নেতারা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত