Ajker Patrika

মানিকছড়িতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) ও হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১৬: ১৫
মানিকছড়িতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ 

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় আজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাচালক আলী আজগর (৩২) এবং যাত্রী আম ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫) নিহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আলী আজগর এবং আব্দুল মোতালেব চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী আব্দুল মোতালেব হোসেন আম কিনে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুল মোতালেব ও আলী আজগরের মৃত্যু ঘটে।

ওসি মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত