Ajker Patrika

সীতাকুণ্ডে ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টা ও বেলা ২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় নিহতেরা হলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর দেলিপাড়া এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে স্ক্র্যাপ ব্যবসায়ী মোহাম্মদ টিটু (২৮) ও আনুমানিক ৩৫ বছর বয়সী একজন মোটরসাইকেল আরোহী যুবক। 

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেলে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন টিটু। তাঁর মোটরসাইকেলটি বিএম কন্টেইনার ডিপোর সামনে থাকা ইউটার্ন এলাকা অতিক্রমের সময় চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে একই দিন দুপুরে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বানুর বাজার এলাকায় চট্টগ্রামমুখী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে থেকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, আইনিপ্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত টিটুর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিহত অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত