চবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমনকে অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়া তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
আজ বুধবার দুপুরে দুপুরে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৩ জানুয়ারি ছাত্রী হলে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছে তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গ্রহণযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছে।
মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা যেখানে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য, সেখানে যেকোনো পক্ষের অসহিষ্ণু আচরণ অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমন যেমন অগ্রহণযোগ্য, সম্মানিত শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়াও তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য উদ্ভূত সমস্যাকে বিলম্বিত না করে সমস্যা সমাধানে সব পক্ষকে আন্তরিক হয়ে আলোচনার টেবিলে বসা একান্ত জরুরি। শিক্ষক, শিক্ষার্থী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবি জানায়।
জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে দেশের মাথাপিছু আয় ও বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে সংগতি রেখে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক বলে আমরা মনে করছি। সর্বোপরি উক্ত সংকট নিরসনে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান তাঁরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমনকে অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়া তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
আজ বুধবার দুপুরে দুপুরে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৩ জানুয়ারি ছাত্রী হলে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছে তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গ্রহণযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছে।
মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা যেখানে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য, সেখানে যেকোনো পক্ষের অসহিষ্ণু আচরণ অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমন যেমন অগ্রহণযোগ্য, সম্মানিত শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়াও তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য উদ্ভূত সমস্যাকে বিলম্বিত না করে সমস্যা সমাধানে সব পক্ষকে আন্তরিক হয়ে আলোচনার টেবিলে বসা একান্ত জরুরি। শিক্ষক, শিক্ষার্থী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবি জানায়।
জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে দেশের মাথাপিছু আয় ও বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে সংগতি রেখে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক বলে আমরা মনে করছি। সর্বোপরি উক্ত সংকট নিরসনে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
৯ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে