সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি-জামায়াতের ২৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ মামলায় ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন মো. মামুন উদ্দিন (৩৪), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. শামসুল আলম (৫০), মো. আকবর হোসেন ওরফে হোসেন (৩০), ইমন চন্দ্র দাশ (২০), রবিউল হোসেন সাইমন (২২), নুরুল আবছার শিপন (২১), ইমরান হোসেন (২৬), মো. ওবায়দুল হক (৫৮), মো. নুর সোলাইমান (৫২), মো. সিরাজুল ইসলাম (৫৫), মো. ইমামুল হক রুবেল (৩০), মো. আব্দুল মোতালেব (৪৬) ও মো. সবুজ (৪১)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধ চলাকালে মহাসড়কের পন্থিছিলা এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন রড বহনকারী চলন্ত একটি লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে চালক ও চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় লরির সুপারভাইজার বাদী হয়ে বুধবার রাতে বিএনপি-জামায়াতের ২৪ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, ‘মামলা পরবর্তীতে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অগ্নি সন্ত্রাসের ঘটনায় জড়িত বিএনপির ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার সত্যতা নিশ্চিতের পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি-জামায়াতের ২৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ মামলায় ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন মো. মামুন উদ্দিন (৩৪), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. শামসুল আলম (৫০), মো. আকবর হোসেন ওরফে হোসেন (৩০), ইমন চন্দ্র দাশ (২০), রবিউল হোসেন সাইমন (২২), নুরুল আবছার শিপন (২১), ইমরান হোসেন (২৬), মো. ওবায়দুল হক (৫৮), মো. নুর সোলাইমান (৫২), মো. সিরাজুল ইসলাম (৫৫), মো. ইমামুল হক রুবেল (৩০), মো. আব্দুল মোতালেব (৪৬) ও মো. সবুজ (৪১)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অবরোধ চলাকালে মহাসড়কের পন্থিছিলা এলাকায় সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন রড বহনকারী চলন্ত একটি লরিতে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে চালক ও চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় লরির সুপারভাইজার বাদী হয়ে বুধবার রাতে বিএনপি-জামায়াতের ২৪ নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, ‘মামলা পরবর্তীতে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অগ্নি সন্ত্রাসের ঘটনায় জড়িত বিএনপির ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার সত্যতা নিশ্চিতের পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার মামলার পরিপ্রেক্ষিতে তিন বছর পর কবর থেকে তাঁর স্বামী রোকনুজ্জামান খান চপলের লাশ উত্তোলন করেছে সিআইডি। আজ বুধবার দুপুরে পারিবারিক গোরস্থান থেকে চপলের লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা
৩ মিনিট আগেখুলনায় স্বামীর নির্যাতনে জান্নাতি আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোরে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি।
৫ মিনিট আগেযশোরের কেশবপুরে জামাল বাহিনীর প্রধান জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকায় ওই বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন।
১০ মিনিট আগেবিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান ও পর্যটনের সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ৮ মে তাঁদের জিজ্ঞাসাবাদের
১৫ মিনিট আগে