নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।
পাঁচ হাজার টাকায় একদিন একটি হিসাব নম্বর খোলা হয় ব্যাংকে। কয়েক দিন পর ঋণের আবেদন। আর দুই মাসের মধ্যেই ওই হিসাবধারী পেয়ে যায় সাড়ে ৬৯ কোটি টাকা ঋণ। ওই ঋণের জামানত দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি। এভাবেই জালিয়াতির মাধ্যমে প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয় নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এমন জালিয়াতির তথ্য।
দুদকের চট্টগ্রাম কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০০৮ সালে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নিলেও পরে সুদাসলে তা দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে বাকি ১১ কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তাসহ ম্যাক ইন্টারন্যাশনালের এমডি।
জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুর করা ব্যাংকের ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি হয়। দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা হলেন ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন, ইকবাল হায়দার।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে