Ajker Patrika

হোমনায় ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৩

হোমনা প্রতিনিধি
হোমনায় ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৩

হোমনায় ২৮ বস্তা (১০২৪ পিছ) ভারতীয় শাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হোমনা থানা-পুলিশ। এ সময় অবৈধ কাপড় বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর চারটার দিকে তাদের শাড়িসহ গ্রেপ্তার কো হয়। পুলিশ জানায় উদ্ধার করা কাপড়ের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এস আই আশিকুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল উপজেলার ঘারমোড়া-নিলখী-বাবরকান্দি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিছসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণ পাড়া উপজেলার সাং টাকাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. রুবেল (২২), মুরাদনগর উপজেলার সাং মঞ্জুর গ্রামের কালু মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৬) এবং বুড়িচং উপজেলার সাং বুড়িচং সদরের আবদুল মতিনের ছেলে সুমন মিয়া (২৬)।

হোমনা থানার এস আই আশিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চোরাকারবারির সঙ্গে যুক্ত। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পরের যোগসাজশে তারা অবৈধ ভারতীয়, শাড়ি, থ্রি-পিছ হোমনা, মুরাদনগর, মেঘনা ও তিতাস উপজেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আজ ভোরে গোপন সংবাদের মাধ্যমে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত