Ajker Patrika

জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন 

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন। গতকাল শুক্রবার নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান।

গত ১৯ এপ্রিল রাতে ইফতার মাহফিল উপলক্ষে দাওয়াত দিয়ে আসার পথে আমজুর হাট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন সহ কয়েকজন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন জমির উদ্দিনসহ ৩ যুবলীগ নেতা। ঘটনার দুই দিন পর ১৪ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন সাইফুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে জমির উদ্দিন দাবি করেন, মামলার বিবাদীদের গুম অথবা খুন করে তার দায়ভার চাপিয়ে দেওয়া  হতে পারে তাঁদের ওপর। 

জমির উদ্দিন বলেন, ‘যারা আমাদের হামলা করেছে তাঁদের আমরা আইনি ভাবে মোকাবিলা করব, কারও ওপর হামলা করা আমাদের উদ্দেশ্য নয় ৷ আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাদের ওপর হামলা হয়েছে ৷ এখন কেউ যদি নিজের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিত ভাবে কোনো  ঘটনা সাজায় তার দায়ভার আমাদের নয় ৷’ 

জমির উদ্দিন আরও বলেন, ‘ঈদের পর আমরা রাজনৈতিক কর্মসূচি দেব। প্রশাসনের প্রতি অনুরোধ কারও অনৈতিক প্রস্তাবে প্ররোচিত না হয়ে প্রকৃত দোষীদের যেন আইনের আওতায় যেন আনা হয়।’ 

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মো. ওবায়দুল, সুজন বড়ুয়া প্রমুখ ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত