নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সম্প্রতি দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি পুড়িয়ে দেওয়া ও যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তিসহ কয়েক দফা আগামীকাল রোববার ভোর থেকে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন মালিক-শ্রমিকেরা।
আজ শনিবার সকালে নগরের বিআরটিসি এলাকায় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক শেষে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনো গণপরিবহন চলবে না। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এই ধর্মঘট চলবে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের আওতার বাইরে থাকবে ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন।’
আজ বৈঠকে ঐক্যপরিষদের আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী মঞ্জু উপস্থিত ছিলেন। মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘট পালন করবে বলে জানানো হয়েছে।
ঐক্য পরিষদের সদস্যসচিব মুছা বলেন, ‘শনিবার বৈঠকে চারটি বিষয়ে দাবি তুলে এই ধর্মঘট বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম দাবি হলো—মালিক-শ্রমিকদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই যাতে কোনোভাবে গ্রেপ্তার, জেল কিংবা মামলা না দেওয়া হয়; চাঁদাবাজির অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়া ও মামলা প্রত্যাহার করা।
‘দ্বিতীয় দাবি হলো—সম্প্রতি চুয়েটে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় পরে বাসচালক গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কিন্তু প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আমাদের তিনটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। কাপ্তাই রাস্তা সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়েছে।
‘তিন নম্বর দাবির মধ্যে রয়েছে—হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও মহাসড়কে নিবন্ধনহীন অটোরিকশা, ইজিবাইক, টমটমসহ নিবন্ধনহীন শত শত গাড়ি চলছে। এ ছাড়া মোটরসাইকেলে তিনজন করে যাত্রী উঠছে। এসব গাড়ির কারণে মূলত দুর্ঘটনা ঘটছে। এই ধরনের গাড়ির চলাচল বন্ধ করতে হবে।
‘চার নম্বর দাবি হচ্ছে, একটি প্রভাবশালী মহল কোনো রকম আইনি তোয়াক্কা না করেই, মালিক-শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
গত সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন। এর জের ধরে ওই দিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে গত বুধবার ওই বাসের চালককে পুলিশ গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়।
পরবর্তীকালে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরা চুয়েটের মূল ফটকের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। ওই বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনও করেন।
পরিবহন শ্রমিক নেতারা আজ দাবি করেছেন, কাপ্তাই সড়কে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সম্প্রতি দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি পুড়িয়ে দেওয়া ও যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তিসহ কয়েক দফা আগামীকাল রোববার ভোর থেকে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন মালিক-শ্রমিকেরা।
আজ শনিবার সকালে নগরের বিআরটিসি এলাকায় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক শেষে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনো গণপরিবহন চলবে না। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এই ধর্মঘট চলবে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের আওতার বাইরে থাকবে ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন।’
আজ বৈঠকে ঐক্যপরিষদের আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী মঞ্জু উপস্থিত ছিলেন। মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘট পালন করবে বলে জানানো হয়েছে।
ঐক্য পরিষদের সদস্যসচিব মুছা বলেন, ‘শনিবার বৈঠকে চারটি বিষয়ে দাবি তুলে এই ধর্মঘট বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম দাবি হলো—মালিক-শ্রমিকদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই যাতে কোনোভাবে গ্রেপ্তার, জেল কিংবা মামলা না দেওয়া হয়; চাঁদাবাজির অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়া ও মামলা প্রত্যাহার করা।
‘দ্বিতীয় দাবি হলো—সম্প্রতি চুয়েটে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় পরে বাসচালক গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কিন্তু প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আমাদের তিনটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। কাপ্তাই রাস্তা সড়ক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবি জানানো হয়েছে।
‘তিন নম্বর দাবির মধ্যে রয়েছে—হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও মহাসড়কে নিবন্ধনহীন অটোরিকশা, ইজিবাইক, টমটমসহ নিবন্ধনহীন শত শত গাড়ি চলছে। এ ছাড়া মোটরসাইকেলে তিনজন করে যাত্রী উঠছে। এসব গাড়ির কারণে মূলত দুর্ঘটনা ঘটছে। এই ধরনের গাড়ির চলাচল বন্ধ করতে হবে।
‘চার নম্বর দাবি হচ্ছে, একটি প্রভাবশালী মহল কোনো রকম আইনি তোয়াক্কা না করেই, মালিক-শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
গত সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হন। এর জের ধরে ওই দিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে গত বুধবার ওই বাসের চালককে পুলিশ গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়।
পরবর্তীকালে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরা চুয়েটের মূল ফটকের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। ওই বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনও করেন।
পরিবহন শ্রমিক নেতারা আজ দাবি করেছেন, কাপ্তাই সড়কে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৫ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে