Ajker Patrika

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৫
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-ট্রাক ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় মিলেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। 

নিহতরা হলেন-শ্যামলী বাসের চালক ও মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা ইসহাক আহমদের ছেলে বজলুল হক (৪০), বাসের সহকারী ঢাকার ধামরাইয়ের সেকিম আলীর ছেলে মোহাম্মদ আলাল (২৯) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার মৌলানা আহমদ উল্লাহের ছেলে মৌলভী খালেদ (৪০)। 

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন-আব্দুল্লাহ শেখ (২৬), নাজেম উদ্দিন (৪৯), মোহাম্মদ ফারুক (৫৫), শাহ আলম (৪০), শামজিল (১৮) ও জিয়া উদ্দিন (২৩)। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা শহর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রাবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। বাসটি উপজেলার খুটাখালী মেধাকচ্চপিয়া এলাকায় পৌঁছালে একটি লবণবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসচালকসহ তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করানো হয়। 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সিরাজুম মুনির বলেন, ওই দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানোর হয়েছে। 

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস লবণবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরিদর্শক আরও বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে থেকে গাড়ি তিনটি জব্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত