Ajker Patrika

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায়

চাঁদপুর প্রতিনিধি
শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। 

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থাকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচ বার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোনো আপস করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’ 

সুজিত রায় নন্দী আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরও শক্তিশালী করতে হবে।’ 

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। 

সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত