Ajker Patrika

চাঁদপুরে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২১

প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২১

চাঁদপুরে একদিনে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৩ জন। গতকাল রোববার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জনানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬০২টি নমুনা পরীক্ষার বিপরীতে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৪ জন, হাজীগঞ্জের ৩১ জন, ফরিদগঞ্জের ৪২ জন, মতলব উত্তরের ৭ জন, মতলব দক্ষিণের ২৯ জন, হাইমচরের ২১ ও শাহরাস্তির ১৭ জন রয়েছেন। নমুনা অনুপাতে আক্রান্তের হার ৩৬ দশমিক ৭১ শতাংশ। গতকাল রোববার দিনভর এসব নমুনা সংগ্রহ করা হয়। একই দিনে করোনায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। 

একই দিনে ১০৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৫ জন, ফরিদগঞ্জের ২৩ জন, হাজীগঞ্জের ১৩ জন, মতলব দক্ষিণের ১০ জন, মতলব উত্তরের ১ জন, শাহরাস্তির ২ জন ও হাইমচরের ১ জন। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মারা গেছেন ১৯৩ জন। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ১৮০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত