Ajker Patrika

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরে বিএনপির ৫ নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরে বিএনপির ৫ নেতা কারাগারে

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরের কচুয়ায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. নুরুল আমিন ছিদ্দিকী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. রাজ্জাক, বিতাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। 

এর আগে মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন উচ্চ আদালত থেকে জামিন নেন, মেয়াদ শেষে আজ নিম্ন আদালতে হাজির হন। এর মধ্যে এমরান নামে একজন পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষে আজ চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তারা। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।’ 

 ২০২৩ সালের ৩০ অক্টোবর কচুয়া থানার এসআই মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলার গোবিন্দপুরে জনমনে আতঙ্ক এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত