Ajker Patrika

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে মো. রুবেল (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট যাত্রী। আজ শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৩৫), মোস্তাকিম (২৩) ও মোহাম্মদ আরিফকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ পটিয়া ইন্দ্রপুলস্থ বাইপাসে পৌঁছালে চট্টগ্রামমুখী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা খায়। 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, আজ সকালে ইন্দ্রপুল এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত