Ajker Patrika

চবির উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান, অনশনের হুমকি 

চবি প্রতিনিধি
চবির উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবস্থান, অনশনের হুমকি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবার তিন ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে সমিতি।  

আজ বুধবার দুপুরে বিশ্বিবদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা একটা ন্যায় সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবি করছি। আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।’ 

উপাচার্যের চায়ের দাওয়াত, সমিতির প্রত্যাখান:
এ দিকে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের পক্ষ থেকে দুজন প্রতিনিধি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে আন্দোলনের বিষয় আলোচনা করতে চায়ের দাওয়াত দেন। তবে সমিতির নেতারা তা প্রত্যাখান করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার উপাচার্যের দুজন প্রতিনিধি চায়ের দাওয়াত নিয়ে আসছিলেন। আগে একবার চায়ের দাওয়াতে গিয়ে অপমানিত হয়েছি। এর পুনরাবৃত্তি আর চাই না।’ 

তিনি আরও বলেন, ‘এটা আমাদের বিষয় না। এটার সঙ্গে পুরো শিক্ষক সমাজ জড়িত। তাদের কেউই আলোচনার ব্যাপারে আগ্রহী না। তিনি (উপাচার্য) যে আচরণ করেছেন, যে ভূমিকা নিয়েছেন তা ন্যাক্করজনক ও দুঃখজনক। তাঁর সঙ্গে এখন আর আলোচনার সুযোগ নেই। এটা শিক্ষক সমিতির সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা এ কথা জানিয়েছি।’ 

এর আগে রোববার আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় দুপুর ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে তাঁর কার্যালয়ে চার ঘণ্টা অবস্থান নেন। এরপর উপাচার্য তাঁর বাঙলোতে গিয়ে ’গোপনে’ আইন বিভাগের নিয়োগ বোর্ড বসালে শিক্ষক সমিতি উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত