নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ (২৫) নিহতের স্বামী এবং সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রী খুনের মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার তথ্যমতে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দেয়। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি রোকেয়া তার পরিবারকে জানালে আরও এক লাখ টাকা যৌতুক পারভেজকে দেওয়া হয়।
পরে আরও দুই লাখ টাকা এনে দিতে রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই বছরের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ তারা দেখতে পান। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়ার পর আদালত পারভেজের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আজ (বুধবার) সাতজনের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।
চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ (২৫) নিহতের স্বামী এবং সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রী খুনের মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী পারভেজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার তথ্যমতে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দেয়। এরপরও যৌতুকের জন্য রোকেয়াকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। পরে বিষয়টি রোকেয়া তার পরিবারকে জানালে আরও এক লাখ টাকা যৌতুক পারভেজকে দেওয়া হয়।
পরে আরও দুই লাখ টাকা এনে দিতে রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই বছরের ২০ এপ্রিল পারভেজ রোকেয়ার মা ও বোনকে কল দিয়ে নানা অসংলগ্ন কথা বলেন। এরপর তার পরিবার পারভেজের বাড়িতে গেলে খাটের ওপর রোকেয়ার লাশ তারা দেখতে পান। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়ার পর আদালত পারভেজের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। আজ (বুধবার) সাতজনের সাক্ষী নিয়ে এ রায় ঘোষণা করেন আদালত।
পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে এক জেলের জালে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে লেম্বুরচরসংলগ্ন বঙ্গোপসাগর থেকে আল-আমিন খাঁ নামে এক জেলে মাছটি ধরেন।
৪ মিনিট আগেশরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
২১ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবকে (২৮) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী থানা-পুলিশ এ কথা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগেবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের সীমিত সম্পদের কথা মাথায় রেখে অপচয়, দুর্নীতি কমাতে হবে। উন্নয়নের আরেকটি বড় সমস্যা আমাদের প্রকল্প ব্যয় বেশি।’
৩৫ মিনিট আগে