নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়।
এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’
৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের ছয় পরিচালককে পাঁচ মাসের আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। আজ রোববার আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারি করেছেন।
চট্টগ্রামের অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। খেলাপি ঋণ আদায়ে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে আদালতের আদেশে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
পরোয়ানা জারি হওয়া মোস্তফা গ্রুপের ছয় পরিচালক হচ্ছেন হেফাজতুর রহমান, জহির উদ্দিন, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, রফিক উদ্দিন ও কামাল উদ্দিন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, বিবাদীরা ২০১৩ সালে নগরীর লালদীঘি এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ওই অঙ্কের খেলাপি ঋণের টাকা আদায়ে গত বছরের ২০ অক্টোবর আদালতে জারি মামলা দায়ের করা হয়। এ ছাড়া বিবাদীদের নেওয়া ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত নেই বলে জানা যায়।
এ বিষয়ে রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিবাদীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ছয় পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের আদেশ দেন।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৭ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৬ মিনিট আগে