নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবান থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জন জঙ্গি এবং ৪ জন কেএনএফ সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বান্দরবান কারাগারে থাকা কেএনফ ও বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রামে কারাগারে আনা হয়।
গত মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিতে সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত এবং দুই অফিসার আহত হন। এরপরই এই ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হলো।
সূত্র জানায়, সাত মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় নবগঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। জঙ্গি ও কেএনএফ সদস্যদের হাতে খুন, অপহরণ ও চাঁদাবাজির কারণে অনেকটা জিম্মি হয়ে পড়ে রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলার সাধারণ মানুষ। তাই পাঁচ মাস ধরে জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামেন র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের হাতে আটক হয় প্রায় ৬০ জন জঙ্গি ও কেএনএফ সদস্য। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে বন্দী রাখা হয়।
বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জাহেদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণক্ষমতা বিবেচনায় এসব বন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর আগে একই মামলার ১৭ জন বন্দীকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’
বান্দরবান থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জন জঙ্গি এবং ৪ জন কেএনএফ সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বান্দরবান কারাগারে থাকা কেএনফ ও বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২ জনকে চট্টগ্রামে কারাগারে আনা হয়।
গত মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিতে সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত এবং দুই অফিসার আহত হন। এরপরই এই ২২ জনকে চট্টগ্রাম কারাগারে আনা হলো।
সূত্র জানায়, সাত মাস ধরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় নবগঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। জঙ্গি ও কেএনএফ সদস্যদের হাতে খুন, অপহরণ ও চাঁদাবাজির কারণে অনেকটা জিম্মি হয়ে পড়ে রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলার সাধারণ মানুষ। তাই পাঁচ মাস ধরে জঙ্গি ও কেএনএফ সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামেন র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের হাতে আটক হয় প্রায় ৬০ জন জঙ্গি ও কেএনএফ সদস্য। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে বন্দী রাখা হয়।
বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জাহেদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণক্ষমতা বিবেচনায় এসব বন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর আগে একই মামলার ১৭ জন বন্দীকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে