নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম।
রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়।
তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।
নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম।
রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়।
তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে