Ajker Patrika

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ২০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬: ৩৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা ২০০ গ্রামবাসীকে আসামি করে নিহত ব্যক্তির মা রাবেয়া খাতুন বাদী হয়ে আজ সোমবার সকালে রামু থানায় মামলাটি করেন।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় আবদুল মান্নান গ্রামবাসীর পিটুনিতে নিহত হন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, স্থানীয় এক তরুণীর বাড়িতে ঢুকে আবদুল মান্নান ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। তরুণীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মান্নান জনগণের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন।

রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ডাকাতি ও মারামারির ঘটনায় মান্নানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভের দুই দিনের মাথায় পিটুনিতে আবদুল মান্নান নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত