নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।
পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার চমেক হাসপাতালের পরিচালক বরাবরে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল (রোববার) আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটছে চমেক কর্তৃপক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর আজ (সোমবার) চট্টেশ্বরী রোডে পাহাড় কাটার ওই স্থান পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় তারা পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরেজমিন পরিদর্শনে পাহাড় কাটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কী পরিমাণে পাহাড় কাটা হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানা যায়, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় গোঁয়াছিবাগান এলাকায় একটি বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। কিন্তু অনুমোদনের আগেই একটি বড় পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার পাশাপাশি সেখানে শতবর্ষী বৃক্ষও কেটে ফেলা হয়।
আজ এলাকাটি ঘুরে দেখা যায়, ইতিমধ্যে আনুমানিক ১০০ ফুটের মতো পাহাড় কাটা হয়েছে। খাড়া করে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার মাটি ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর সেখানে পড়ে আছে। এলাকাটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে আনসার সদস্যদের। স্থানীয়রা জানান, রাতের বেলায় মূলত পাহাড় কাটা হচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক)। তিনি ২০১৮ সালে বিভাগটিতে অস্থায়ী প্রভাষক পদে নিয়োগ পান৷ যোগ্যতা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে শিক্ষক হওয়াসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের...
১ ঘণ্টা আগেউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ জানান, ১২ আগস্ট রাত ১০টা থেকে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল, সভা, লাঠিসহ অস্ত্র বহন এবং মাইক-শব্দবর্ধক যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে...
১ ঘণ্টা আগেএক বছর আগে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের যখন পতন হয়, তখন দেশের অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির সেই অবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করেন তিনি। এখন তিনি আশা করছেন, ‘আগামী জানুয়
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৮ ঘণ্টা আগে