চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন মোল্লা সরকারি বিধি লঙ্ঘন করে আইনজীবী হিসেবেও আদালতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি একই কর্মস্থানে দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। ইউপি কার্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
দেলোয়ার হোসেন মোল্লা একই উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোল্লা ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি বর্তমান কর্মস্থল ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। কিন্তু সরকারি বিধি লঙ্ঘন করে তিনি ২০০৯ সালের ২৫ মে কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই বছরের ১৪ মে আইনজীবী সনদ লাভ করেন। তাঁর কুমিল্লা আদালতের আইনজীবী সদস্য নম্বর-৮৬২।
সরকারি কর্মকর্তা হয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে তিনি আইন পেশায় পড়ালেখা চালিয়ে যান। এরপর তিনি আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে যোগদান করে নিয়মিতভাবে আদালতে যেতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী সরকারি পদে থেকে অন্য কোনো সংস্থায় যোগদান করতে পারেন না। এতে সরকারের বিধি লঙ্ঘন হয়। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি আইন পেশায় পড়ালেখা করতে চান, তাহলে তাঁকে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’
এই অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইন পেশায় পড়াশোনা করেছি।’ পড়ালেখা এবং আইনজীবী হিসেবে যোগদান করার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শখের বশবর্তী হয়ে আইনজীবী হিসেবে বারে যোগদান করেছি। এখন আমি আদালতে যাই না।’
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘ইউপি সচিব দেলোয়ার হোসেন মোল্লা আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে আসা-যাওয়া করেন। আমি নতুন মানুষ, তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থান নিতে পারছি না।’
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি আইন পেশায় জড়িত হতে চান, তাহলে তাঁকে অবশ্যই অবসরে যেতে হবে অথবা তাঁকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। তথ্য গোপন করে যদি কেউ বার কাউন্সিলের সনদ লাভ করে, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সনদ বাতিল করা হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘কোনো ব্যক্তি সরকারি পদে থাকলে তিনি অন্য কোনো সংস্থায় চাকরি বা কাজ করতে পারেন না। এটা সরকারি বিধি লঙ্ঘন। দেলোয়ার হোসেন মোল্লার বিষয়টি আমি এইমাত্র শুনেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করব।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে বলতে পারব।’
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেন মোল্লা সরকারি বিধি লঙ্ঘন করে আইনজীবী হিসেবেও আদালতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি একই কর্মস্থানে দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। ইউপি কার্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার কারণে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
দেলোয়ার হোসেন মোল্লা একই উপজেলার ৮ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত আবদুল মজিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোল্লা ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি বর্তমান কর্মস্থল ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিয়োজিত রয়েছেন। কিন্তু সরকারি বিধি লঙ্ঘন করে তিনি ২০০৯ সালের ২৫ মে কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি একই বছরের ১৪ মে আইনজীবী সনদ লাভ করেন। তাঁর কুমিল্লা আদালতের আইনজীবী সদস্য নম্বর-৮৬২।
সরকারি কর্মকর্তা হয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে তিনি আইন পেশায় পড়ালেখা চালিয়ে যান। এরপর তিনি আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে যোগদান করে নিয়মিতভাবে আদালতে যেতে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী সরকারি পদে থেকে অন্য কোনো সংস্থায় যোগদান করতে পারেন না। এতে সরকারের বিধি লঙ্ঘন হয়। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি আইন পেশায় পড়ালেখা করতে চান, তাহলে তাঁকে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’
এই অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইন পেশায় পড়াশোনা করেছি।’ পড়ালেখা এবং আইনজীবী হিসেবে যোগদান করার সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শখের বশবর্তী হয়ে আইনজীবী হিসেবে বারে যোগদান করেছি। এখন আমি আদালতে যাই না।’
এ বিষয়ে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘ইউপি সচিব দেলোয়ার হোসেন মোল্লা আইনজীবী হিসেবে কুমিল্লার আদালতে আসা-যাওয়া করেন। আমি নতুন মানুষ, তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থান নিতে পারছি না।’
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি আইন পেশায় জড়িত হতে চান, তাহলে তাঁকে অবশ্যই অবসরে যেতে হবে অথবা তাঁকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। তথ্য গোপন করে যদি কেউ বার কাউন্সিলের সনদ লাভ করে, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সনদ বাতিল করা হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘কোনো ব্যক্তি সরকারি পদে থাকলে তিনি অন্য কোনো সংস্থায় চাকরি বা কাজ করতে পারেন না। এটা সরকারি বিধি লঙ্ঘন। দেলোয়ার হোসেন মোল্লার বিষয়টি আমি এইমাত্র শুনেছি। খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করব।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমি আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে বলতে পারব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে