সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়া শামসুল উলুম ডিগ্রি (ফাজিল) মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে অধ্যক্ষ ও বিএনপি নেতার দ্বন্দ্বের জেরে অধ্যক্ষের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা হুমকি দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আলীর অনুসারী বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে হাটহাজারীর সরকারহাট এলাকায় অধ্যক্ষ সালেহ আহমাদ আনছারী ওপর এ হামলা হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেটানোর হুমকিদাতা সালাউদ্দিন আলী হাটহাজারী ৫ নম্বর ইউনিয়ন নাঙ্গলমোড়া বিএনপির আহ্বায়ক।
জানা গেছে, ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি উল্লিখিত মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবনা তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে রাখার প্রস্তাব করা হয় বিএনপি নেতা গাজী শহীদুল্লাহকে। এটা নিয়ে প্রশ্ন তোলেন আরেক বিএনপি নেতা সালাউদ্দিন আলী।
প্রস্তাবনা তৈরির আগে বিষয়টি সালাউদ্দিন আলীকে জানানো দরকার ছিল বলে তিনি অধ্যক্ষের ওপর ক্ষোভ ঝাড়েন। এতে অধ্যক্ষ ও সালাউদ্দিন আলীর মধ্যে মোবাইলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ–সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়। এরপর তোলপাড় হয় সর্বত্র। এতে ক্ষিপ্ত হন বিএনপি নেতা সালাউদ্দিন আলী ও তাঁর সমর্থকেরা।
৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই অডিও এই প্রতিবেদকের সংগ্রহে রয়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে সালাউদ্দিন আলী অধ্যক্ষকে মাদ্রাসা থেকে বদলি করার ধমক দিয়ে বলেন, ‘বদলি তো ছোটখাটো ব্যাপার। উলঙ্গ করে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দেব।’ এ সময় অধ্যক্ষ সালাউদ্দিন আলীকে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘সামর্থ্য থাকলে উলঙ্গ করে পিটাইও।’
এরপর আজ জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে হাটহাজারীর সরকারহাট এলাকায় বিভিন্ন যানবাহনে আসা ১২ থেকে ১৫ জন অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। কারণ, আগে থেকেই তাঁর হার্টে পাঁচটি রিং পরানো আছে বলে জানান তাঁর ছেলে অ্যাডভোকেট মহিউদ্দিন ইরফান।
ঘটনাস্থলে সংবাদকর্মীদের আহত অধ্যক্ষ আনছারী বলেন, ‘সালাউদ্দিন আলীর লোকেরা আমার ওপর হামলা করে। তারা আমাকে মারধর করেছে।’
এ বিষয়ে অ্যাডভোকেট মহিউদ্দিন ইরফান বলেন, ‘সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আব্বু গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। মামলা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আগে আব্বুর চিকিৎসা দরকার। তারপর মামলা।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘অধ্যক্ষকে মারধরের ঘটনা আমার জানা নেই। তবে ওই মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকার লোকজনের সঙ্গে অধ্যক্ষের একটু দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জেনেছি।’
ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আলী বলেন, ‘মাদ্রাসার কমিটি নিয়ে হুজুরের সঙ্গে আমার মোবাইলে বলা কিছু কথার অডিও ভাইরাল করে দেন অধ্যক্ষ আনছারী। অথচ কথাগুলো ছিল একান্তই দুজনের মধ্যে। অডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই এলাকায় আমার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে কোনো ঘটনা ঘটেছে কি না, আমার জানা নেই।’
চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়া শামসুল উলুম ডিগ্রি (ফাজিল) মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে অধ্যক্ষ ও বিএনপি নেতার দ্বন্দ্বের জেরে অধ্যক্ষের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা হুমকি দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আলীর অনুসারী বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে হাটহাজারীর সরকারহাট এলাকায় অধ্যক্ষ সালেহ আহমাদ আনছারী ওপর এ হামলা হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেটানোর হুমকিদাতা সালাউদ্দিন আলী হাটহাজারী ৫ নম্বর ইউনিয়ন নাঙ্গলমোড়া বিএনপির আহ্বায়ক।
জানা গেছে, ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি উল্লিখিত মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবনা তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে রাখার প্রস্তাব করা হয় বিএনপি নেতা গাজী শহীদুল্লাহকে। এটা নিয়ে প্রশ্ন তোলেন আরেক বিএনপি নেতা সালাউদ্দিন আলী।
প্রস্তাবনা তৈরির আগে বিষয়টি সালাউদ্দিন আলীকে জানানো দরকার ছিল বলে তিনি অধ্যক্ষের ওপর ক্ষোভ ঝাড়েন। এতে অধ্যক্ষ ও সালাউদ্দিন আলীর মধ্যে মোবাইলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ–সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়। এরপর তোলপাড় হয় সর্বত্র। এতে ক্ষিপ্ত হন বিএনপি নেতা সালাউদ্দিন আলী ও তাঁর সমর্থকেরা।
৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই অডিও এই প্রতিবেদকের সংগ্রহে রয়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে সালাউদ্দিন আলী অধ্যক্ষকে মাদ্রাসা থেকে বদলি করার ধমক দিয়ে বলেন, ‘বদলি তো ছোটখাটো ব্যাপার। উলঙ্গ করে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দেব।’ এ সময় অধ্যক্ষ সালাউদ্দিন আলীকে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘সামর্থ্য থাকলে উলঙ্গ করে পিটাইও।’
এরপর আজ জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে হাটহাজারীর সরকারহাট এলাকায় বিভিন্ন যানবাহনে আসা ১২ থেকে ১৫ জন অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। কারণ, আগে থেকেই তাঁর হার্টে পাঁচটি রিং পরানো আছে বলে জানান তাঁর ছেলে অ্যাডভোকেট মহিউদ্দিন ইরফান।
ঘটনাস্থলে সংবাদকর্মীদের আহত অধ্যক্ষ আনছারী বলেন, ‘সালাউদ্দিন আলীর লোকেরা আমার ওপর হামলা করে। তারা আমাকে মারধর করেছে।’
এ বিষয়ে অ্যাডভোকেট মহিউদ্দিন ইরফান বলেন, ‘সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আব্বু গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। মামলা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আগে আব্বুর চিকিৎসা দরকার। তারপর মামলা।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘অধ্যক্ষকে মারধরের ঘটনা আমার জানা নেই। তবে ওই মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকার লোকজনের সঙ্গে অধ্যক্ষের একটু দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জেনেছি।’
ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আলী বলেন, ‘মাদ্রাসার কমিটি নিয়ে হুজুরের সঙ্গে আমার মোবাইলে বলা কিছু কথার অডিও ভাইরাল করে দেন অধ্যক্ষ আনছারী। অথচ কথাগুলো ছিল একান্তই দুজনের মধ্যে। অডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই এলাকায় আমার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে কোনো ঘটনা ঘটেছে কি না, আমার জানা নেই।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে