খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।
অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।
বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।
এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
র্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।
পাহাড়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এই উপলক্ষে খাগড়াছড়িতে আজ রোববার সকালে বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান করেন ভক্তরা।
অনুষ্ঠানে আহিমা মারমা, মং মারমা ও খিংসাই মং মারমা জানান, বুদ্ধের ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি। এদিনে সব বৌদ্ধধর্মালম্বীর একটি বিশেষ দিন। এ পুণ্যের প্রভাবে বিশ্বের হানাহানি অচিরে বন্ধ হয়ে বিশ্বের সব প্রাণী সুখে থাক, এই কামনা করেন।
বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, সকালে বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ভান্তেদের পিণ্ডদানসহ নানা ধরনের দান করা হয়। দুপুরে র্যালি ও সন্ধ্যায় হাজারো প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের জানান, আজকের এই বিশেষ দিনটিতে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম, বৌদ্ধত্ব ও নির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতিবিজড়িত আজকের দিনটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। যার কৃপায় পৃথিবীর মানুষ থেকে প্রাণিকুল সুখ–শান্তি লাভ করে।
এদিকে বিকেল সাড়ে ৪টায় য়ংড বৌদ্ধবিহারের মোমবাতি প্রজ্বালন, পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
র্যালিটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে আবার য়ংড বৌদ্ধবিহারে এসে শেষ হয়। র্যালিতে সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার বিহারের বৌদ্ধভিক্ষু ও কয়েক হাজার ভক্ত অংশ নেন। এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, বৈশাখী পূর্ণিমা উদ্যাপন কমিটির যুগ্ন আহ্বায়ক কংজপ্রু মারমা উপস্থিত ছিলেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
২৮ মিনিট আগেরাঙামাটি শহরের একটি বাসা থেকে মহিমা ইসলাম ঊর্মি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায়হান চৌধুরীর স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেরাজধানীর ওয়ারীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
৭ ঘণ্টা আগে