Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুসহ মায়ের বিষপান, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২ শিশুসহ গৃহবধূর মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
২ শিশুসহ গৃহবধূর মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসন্তানসহ বিষপান করা এক গৃহবধূর হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। ওই নারী সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ি এলাকার বাসিন্দা।

মৃত গৃহবধূ হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তাঁর মেয়ে রওজা (৫) ও নওরিন (৩)।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল বলেন, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর দুই শিশুকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুকে মৃত পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর ওই গৃহবধূও মারা যান।

হাসপাতালের স্টাফরা জানান, দুই শিশুসহ স্ত্রীকে নিয়ে তাঁর স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে থাকা স্বজনেরা জানিয়েছেন, দুই সন্তানকে বিষপান করিয়ে গৃহবধূ নিজেও বিষপান করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তারা জানাতে পারেননি। তিনজনের মৃত্যুর পর গৃহবধূর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত