হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। গতকাল শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই পুলিশ ওই প্রবাসীর মা ও বোনকে আটক করে থানায় নিয়ে আসে।
গতকাল সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপানে আত্মহত্যার চেষ্টা করা তরুণী উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা। তরুণীর বড় বোন জানান, ওমানপ্রবাসী কালামের সঙ্গে তাঁর বোনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। মোবাইলে তাঁদের প্রতিদিন কথা হতো। গত ৯ মার্চ কালাম দেশে আসেন। গতকাল তাঁরা দুজন হাতিয়া উপজেলা সদরে দেখা করেন। কিছু সময় একসঙ্গে থাকার পর কিছু না বলে কালাম বাড়িতে চলে যান।
তরুণীর বড় বোন আরও জানান, বিকেলে তাঁর বোন তাঁকে নিয়ে কালামের বাড়িতে যান। তাঁদের দেখে কালামের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে এই সম্পর্ক মেনে নেবেন না বলে তাঁদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এ সময় বাড়িতে আগেই অবস্থান করা কালাম পালিয়ে যান। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে করে নেওয়া ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর বোন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লা জানান, তরুণীর পেটে ইঁদুরের ওষুধ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তিনি শঙ্কামুক্ত নন।
নলচিরা ইউনিয়নের ইউপি সদস্য খালেদুল হাই শাহীন জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় প্রবাসী আবুল কালাম ও তাঁর পরিবারের ছয় সদস্যকে আসামি করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তরুণীর বড় বোন।
এ বিষয়ে জানতে আবুল কালামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। কালামের পরিবারের সদস্যদের কারও সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘হাসপাতালে ভর্তি তরুণীর সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তাঁর বোন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর মা ও বোনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
নোয়াখালীর হাতিয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। গতকাল শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই পুলিশ ওই প্রবাসীর মা ও বোনকে আটক করে থানায় নিয়ে আসে।
গতকাল সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপানে আত্মহত্যার চেষ্টা করা তরুণী উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা। তরুণীর বড় বোন জানান, ওমানপ্রবাসী কালামের সঙ্গে তাঁর বোনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। মোবাইলে তাঁদের প্রতিদিন কথা হতো। গত ৯ মার্চ কালাম দেশে আসেন। গতকাল তাঁরা দুজন হাতিয়া উপজেলা সদরে দেখা করেন। কিছু সময় একসঙ্গে থাকার পর কিছু না বলে কালাম বাড়িতে চলে যান।
তরুণীর বড় বোন আরও জানান, বিকেলে তাঁর বোন তাঁকে নিয়ে কালামের বাড়িতে যান। তাঁদের দেখে কালামের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে এই সম্পর্ক মেনে নেবেন না বলে তাঁদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এ সময় বাড়িতে আগেই অবস্থান করা কালাম পালিয়ে যান। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে করে নেওয়া ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর বোন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লা জানান, তরুণীর পেটে ইঁদুরের ওষুধ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তিনি শঙ্কামুক্ত নন।
নলচিরা ইউনিয়নের ইউপি সদস্য খালেদুল হাই শাহীন জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েটি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় প্রবাসী আবুল কালাম ও তাঁর পরিবারের ছয় সদস্যকে আসামি করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তরুণীর বড় বোন।
এ বিষয়ে জানতে আবুল কালামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। কালামের পরিবারের সদস্যদের কারও সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘হাসপাতালে ভর্তি তরুণীর সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তাঁর বোন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর মা ও বোনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২২ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৩ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে