Ajker Patrika

চট্টগ্রামে ট্রাকভর্তি রেলের মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৫: ৪২
চট্টগ্রামে ট্রাকভর্তি রেলের মালামাল জব্দ

চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে ট্রাকভর্তি রেলের স্লিপার কাঠ জব্দ করা হয়েছে। এখনো পর্যন্ত মালামাল কার তা শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বাঞ্চলের রেল রুটের বিভিন্ন জায়গা থেকে কাঠগুলো চুরি করে তা ট্রাকে ভরে পাহাড়তলী লোকোশেডে জমা করা হচ্ছিল। 

রেল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহাড়তলী লোকোশেডে ঢোকে একটি ট্রাক। ওই ট্রাকে স্লিপার কাঠ ভর্তি ছিল। রেলের একজন কর্মচারী পূর্বাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী এম এ হাসান মুকুলকে বিষয়টি জানান। হাসান মুকুল তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করার নির্দেশ দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকভর্তি রেলের পুরাতন স্লিপার কাঠ। যেগুলো ভাটিয়ারি এলাকা থেকে ভর্তি করে এখানে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত এটির সঙ্গে কারা জড়িত, তা বের করা সম্ভব হয়নি। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ট্রাকভর্তি কাঠ জব্দ করার পর অভিযান চালিয়ে পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আরও প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পাওয়া গেছে। এগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

হাসান মুকুল আরও বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি, চুরি করে কাঠগুলো মজুত করা হচ্ছিল। এ বিষয়ে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত