Ajker Patrika

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি উল্টে আহত অন্তত ১২ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি উল্টে আহত অন্তত ১২ 

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ১৪ বগির মধ্যে ৯টি বগি উল্টে এ দুর্ঘটনা ঘটে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের মতো আহত হয়েছেন। 

বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার মো. রনি (২৮) ও আফজাল (২৯) নামের দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁরা দুজনেই শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হয়েছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। মেডিকেল টিমের তথ্যমতে বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী সেখানে নেই।’ 

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম–জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত