রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের মানুষের অধিকার সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চুক্তি বাস্তবায়ন না হলে এখানে নারীর অধিকার, ভূমি অধিকারসহ জুম্ম জনগণের অধিকার উপেক্ষিত থেকে যাবে।
আজ সোমবার রাঙামাটিতে আশিকা সম্মেলনকক্ষে আদিবাসী বিবাহ নিবন্ধনে প্রথাগত আইন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির জন্য পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। এ রক্তের বিনিময়ে চুক্তি হয়েছে; কিন্তু সে কথা বর্তমান প্রজন্ম জানেই না। চুক্তিকে মানুষ ভুলে যেতে বসেছে।’
পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবশ্যই প্রয়োজন আছে। এটি না হওয়ার কারণে সমাজে নানান সমস্যা দেখা দিচ্ছে।’
বিশেষ অতিথি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের বিবাহ নিবন্ধন না থাকায় এখানকার আদিবাসীরা বিদেশ গমন, বিবাহ বিচ্ছেদসহ নানান সমস্যায় পড়েন। এটি থেকে মুক্তির জন্য বিবাহ নিবন্ধনের প্রয়োজন আছে।’
তিনি বলেন, ‘এটি করতে কাউকে জোর করা হবে না, তবে আমরা উদ্বুদ্ধ করব। কার্বারি (গ্রামপ্রধান) বিবাহ সনদ দেবে না। শুধু হেডম্যান এ বিবাহ সনদ দেবেন। রাজাও বিবাহ সনদ দেবে। কিন্তু গ্রামের মানুষ দুর্গমতা ও অর্থের অভাবে রাজার কাছে আসতে পারে না।’
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সিএইচট উইমেন্স অ্যাকটিভিস্ট এর সদস্য নুকু চাকমা ও হেডম্যান মংনু মারমা।
কর্মশালা শুরুর আগে আদিবাসী বিবাহ নিবন্ধন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের মানুষের অধিকার সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চুক্তি বাস্তবায়ন না হলে এখানে নারীর অধিকার, ভূমি অধিকারসহ জুম্ম জনগণের অধিকার উপেক্ষিত থেকে যাবে।
আজ সোমবার রাঙামাটিতে আশিকা সম্মেলনকক্ষে আদিবাসী বিবাহ নিবন্ধনে প্রথাগত আইন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির জন্য পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। এ রক্তের বিনিময়ে চুক্তি হয়েছে; কিন্তু সে কথা বর্তমান প্রজন্ম জানেই না। চুক্তিকে মানুষ ভুলে যেতে বসেছে।’
পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবশ্যই প্রয়োজন আছে। এটি না হওয়ার কারণে সমাজে নানান সমস্যা দেখা দিচ্ছে।’
বিশেষ অতিথি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের বিবাহ নিবন্ধন না থাকায় এখানকার আদিবাসীরা বিদেশ গমন, বিবাহ বিচ্ছেদসহ নানান সমস্যায় পড়েন। এটি থেকে মুক্তির জন্য বিবাহ নিবন্ধনের প্রয়োজন আছে।’
তিনি বলেন, ‘এটি করতে কাউকে জোর করা হবে না, তবে আমরা উদ্বুদ্ধ করব। কার্বারি (গ্রামপ্রধান) বিবাহ সনদ দেবে না। শুধু হেডম্যান এ বিবাহ সনদ দেবেন। রাজাও বিবাহ সনদ দেবে। কিন্তু গ্রামের মানুষ দুর্গমতা ও অর্থের অভাবে রাজার কাছে আসতে পারে না।’
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সিএইচট উইমেন্স অ্যাকটিভিস্ট এর সদস্য নুকু চাকমা ও হেডম্যান মংনু মারমা।
কর্মশালা শুরুর আগে আদিবাসী বিবাহ নিবন্ধন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে