নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর মিছিলে বাধা দিতে গিয়ে হামলায় কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ২১ জন নেতা-কর্মীকে আটক করেছে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন সিএমপি ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা ও কনস্টেবল মুসা। তাঁদের বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, ‘তাঁরা নারায়ে তাকবির, আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিলে পুলিশের ওপর হামলা চালায়। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে আমরা ২১ জনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। এর আগে চট্টগ্রামে আজ বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতের চট্টগ্রাম নগর শাখা। তবে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তারা নগরের আগ্রাবাদ এলাকায় কর্মসূচির ঘোষণা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র জুমার নামাজের পরপর চৌমুহনী মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। পরে ব্যানারসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল শুরু করেন নেতা-কর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালে এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর মিছিলে বাধা দিতে গিয়ে হামলায় কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের ২১ জন নেতা-কর্মীকে আটক করেছে।
হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন সিএমপি ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা ও কনস্টেবল মুসা। তাঁদের বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, ‘তাঁরা নারায়ে তাকবির, আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিলে পুলিশের ওপর হামলা চালায়। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে আমরা ২১ জনকে আটক করেছি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। এর আগে চট্টগ্রামে আজ বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতের চট্টগ্রাম নগর শাখা। তবে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তারা নগরের আগ্রাবাদ এলাকায় কর্মসূচির ঘোষণা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র জুমার নামাজের পরপর চৌমুহনী মোড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। পরে ব্যানারসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল শুরু করেন নেতা-কর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল চলাকালে এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
গোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
৪৪ মিনিট আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একমাত্র আবাসন প্রকল্পের বাসিন্দারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন। আবাসন প্রকল্পে ভাঙাঘর, বিশুদ্ধ পানির অভাব, স্যানিটারি সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
১ ঘণ্টা আগে