চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবসরপ্রাপ্ত এক রেজিস্ট্রারকে পুনরায় ওই পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগ পাওয়া নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নাম কে এম নূর আহমদ। আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে তিনি ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ২০২০ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাউন্সিল শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাবেক রেজিস্ট্রার কে এম নুর আহমদকে কিছুদিনের জন্য (পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত) রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছি। সেটা দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে। এর মধ্যে আমরা রেজিস্ট্রার নিয়োগের সিলেকশন বোর্ড আহ্বান করে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দেব।’
গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ, কর্মকর্তাদের পদ থেকে শিক্ষকদের অপসারণসহ কয়েকটি দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে। রেজিস্ট্রার পদে কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আমরা অফিশিয়াল কিছু জানি না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবসরপ্রাপ্ত এক রেজিস্ট্রারকে পুনরায় ওই পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগ পাওয়া নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নাম কে এম নূর আহমদ। আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে তিনি ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ২০২০ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাউন্সিল শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাবেক রেজিস্ট্রার কে এম নুর আহমদকে কিছুদিনের জন্য (পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত) রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছি। সেটা দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে। এর মধ্যে আমরা রেজিস্ট্রার নিয়োগের সিলেকশন বোর্ড আহ্বান করে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দেব।’
গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ, কর্মকর্তাদের পদ থেকে শিক্ষকদের অপসারণসহ কয়েকটি দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে। রেজিস্ট্রার পদে কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আমরা অফিশিয়াল কিছু জানি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে