আজকের পত্রিকা ডেস্ক
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
গত শনিবার (২ আগস্ট) আজকের পত্রিকায় ই-মেইলে পাঠানো বিবৃতিতে জাফর সাদিক উল্লেখ করেন, প্রতিবেদনে বর্ণিত সময়ে (২০২১ সালের ফেব্রুয়ারি মাস) দুদক সচিব যখন কক্সবাজারে ভ্রমণ করেন, তখন তিনি (জাফর সাদিক) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৯ মে তিনি কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। কক্সবাজার জেলায় তাঁর কর্মকালে তিনি দুদক সচিবের কোনো সফরসূচি পাননি।
জাফর সাদিক আরও বলেন, ‘দুদক সচিবের সফরের তিন মাসের মধ্যে আমি দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পাই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।’
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে ভুলবশত ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুদক সচিবের ওই সফরের তিন মাসের মধ্যে মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি প্রায় পাঁচ মাস পর একই বছরের ৩০ জুন দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান।
প্রতিবেদনের মূল বিষয় সঠিক এবং এ-সংক্রান্ত সব তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
গত শনিবার (২ আগস্ট) আজকের পত্রিকায় ই-মেইলে পাঠানো বিবৃতিতে জাফর সাদিক উল্লেখ করেন, প্রতিবেদনে বর্ণিত সময়ে (২০২১ সালের ফেব্রুয়ারি মাস) দুদক সচিব যখন কক্সবাজারে ভ্রমণ করেন, তখন তিনি (জাফর সাদিক) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৯ মে তিনি কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। কক্সবাজার জেলায় তাঁর কর্মকালে তিনি দুদক সচিবের কোনো সফরসূচি পাননি।
জাফর সাদিক আরও বলেন, ‘দুদক সচিবের সফরের তিন মাসের মধ্যে আমি দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পাই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।’
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে ভুলবশত ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুদক সচিবের ওই সফরের তিন মাসের মধ্যে মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি প্রায় পাঁচ মাস পর একই বছরের ৩০ জুন দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান।
প্রতিবেদনের মূল বিষয় সঠিক এবং এ-সংক্রান্ত সব তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে